Crime News tv 24
ঢাকাসোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় বিয়ে বিচ্ছেদের স্থায়ী সমাধানে যাচ্ছেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২১ ১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

তৃতীয় বিয়ের শেয়ারিং-কেয়ারিং কমে গিয়ে প্রায় এক বছর হয়, এক ছাদের তলায় থাকেন না রোশন-শ্রাবন্তী। তাই খাতায় কলমে   এবার  পাঠ চুকিয়ে ফেলতে চাইছেন নায়িকা।  আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলাও করেছেন শ্রাবন্তী । এর আগে স্বামী রোশন নায়িকার সঙ্গে ঘর করতে চেয়ে জুন মাসে ‘বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা’ ধারায় মামলা দায়ের করেছিলেন। শিয়ালদা ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা রুজু করেছিলেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং। মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর বলে জানা গিয়েছে।

জুন মাসে শ্রাবন্তীর সঙ্গে ফের সংসার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হন রোশন সিং। ১৮ জুন সেই মামলা সংক্রান্ত সমন পাঠানো হয় শ্রাবন্তীকে। তবে সমন গ্রহণ করেও আদালতে উপস্থিত হননি তিনি। কিন্তু, শ্রাবন্তী কেন আদালতে  আসেননি তা জানা যায়নি।

২০১৯ সালের শুরুর দিকে রোশন-শ্রাবন্তীর প্রেমপর্ব নিয়ে কানাঘুষো শোনা যায় টলিপাড়ায়। একেবারে চুপকে চুপকে স্টাইলে অমৃতসরে গিয়ে রোশন সিংয়ের সঙ্গে বিয়ে করেন শ্রাবন্তী। তারপর বিয়ের দিন দশেক পর সেই খবরে সিলমোহর দেন শ্রাবন্তী। একে একে হানিমুন দুর্গাপুজোর দশমী, করবা চৌথ সব অনুষ্ঠানেই দেখা গিয়েছে তাঁদের। কিন্তু ,গত বছর পুজোর আগেই তাল কাটে রোশন- শ্রাবন্তীর সংসারে। শ্রাবন্তীর আরবানার ফ্ল্যাট ছেড়ে চলে যান রোশন। সেই খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় টলিপাড়ায়।

অনেকেই আশাঙ্কা করেন শ্রাবন্তীর তৃতীয়বার বিয়ে ভাঙার। সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হয় রোশন-শ্রাবন্তীর সম্পর্কের ইকুয়েশন। আলাদা হয়ে যান তাঁরা। এর মধ্যেই নতুন সম্পর্কে জড়ানোর খবর শোনা যায় নায়িকার। চর্চিত প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর জন্মদিন সেলিব্রেট করতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। এই ছবি ভাইরাল হতেই শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং এই সময় ডিজিটালকে জানান, শ্রাবন্তী একের পর এক ভুল করছেন। রোশন আরও বলেন, ‘কী বলব! ওর পরিবার ওই ছেলেটার (অভিরূপ) সঙ্গে পার্টি করছে, সেই ছবি প্রকাশিত হচ্ছে। একজন আইনত বিবাহিত মেয়ে.. আমি জানি না কী ভাবে ওর বাবা-মা, দিদি ওর ভুলে সঙ্গ দিচ্ছে। আমি সত্যি বুঝতে পারছি না’।

প্রসঙ্গত, এর আগে দুবার বিয়ের পিঁড়িতে বসেন নায়িকা। একবার পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে আরেকবার মডেল কৃষ্ণ ব্রজ রাজের সঙ্গে। সূত্র: কোলকাতা সংবাদমাধ্যম