Crime News tv 24
ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নাসিরনগরে পুলিশের চৌকস বুদ্ধিমত্তায় অপহরণের ছয়দিন পর যুবককে উদ্ধার, আটক-০৫

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে অপহরণের ছয়দিন পর এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২মার্চ)ভোররাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে নয়ন দাসকে (২৬) উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

জানা যায়, গত ১৬ই মার্চ(রোববার) সকাল ১০টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নে ফান্দাউক বাজারে প্রতিদিনের মত রোববারও সকালে দোকানে যাওয়ার পরপরই কিছু অপরিচিত লোক মাইক্রোবাস নিয়ে সেখানে আসে। নয়নের নাম জানতে চেয়ে তারা দোকানের ঠিকানা নিশ্চিত করে। এরপর দোকানে গিয়ে নয়নকে গাড়িতে করে নিয়ে যায়। তারপর থেকেই সে নিখোঁজ। অপহরণের পর থেকে চক্রটি নয়ন দাসের পরিবারের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।মুক্তিপণের টাকা ১৭ই মার্চ(সোমবার) সকালের মধ্যে দিতে হবে, নইলে নয়নকে আর ফিরিয়ে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।

ঘটনাটি জানার পর থেকেই নয়ন দাসকে উদ্ধারে অভিযানে নামে নাসিরনগর থানা পুলিশ। এরপর গত ছয় দিন অভিযান চালিয়ে পুলিশের চৌকস বুদ্ধিমত্তায় শুক্রবার ভোর রাতে নয়ন দাসকে উদ্ধার করা হয়। নয়নকে অপহরনকারীরা বিভিন্নভাবে আঘাত করায় তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় বলে জানা গেছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান,নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, নয়ন চন্দ্র দাসকে উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আমাদের এসপি স্যার প্রেসব্রিফং করে বিস্তারিত জানাবেন।