Crime News tv 24
ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রামপালে বিশ্ব পানি দিবস উদযাপন

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
মার্চ ২২, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালে বিশ্ব পানি দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুর ১২ টায় মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের রামপাল খেওয়া ঘাটের ট্রলারে এ দিবস উদযাপন করা হয়।

রামপালে অ্যাক্টিভিস্টা রামপাল-এর উদ্যোগে এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “শান্তির জন্য পানি”, যা নিরাপদ পানির প্রাপ্যতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে।
বাঁধন মানব উন্নয়ন সংস্থা’র প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার বলেন, বিশুদ্ধ পানি আমার অধিকার এটা করুণা নয়। রামপালসহ বাগেরহাটে বিশুদ্ধ পানি নিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব। আজ বিশ্ব পানি দিবসে আমরা রামপালসহ বাগেরহাটে বিশুদ্ধ পানির অধিকার নিশ্চিত করতে চাই। লবণাক্ততার কারণে এই এলাকায় হাজার হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে থাকে। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কিছু জমিতে লবন পানি ঢোকানো বন্ধ করতে হবে বলে দাবি করেন তিনি। উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করেছে। আমরা নীতিনির্ধারকদের প্রতি অনুরোধ জানাই, যেন টেকসই পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়।”
এফএফসিআরজে’র যুব সংগঠনের প্রতিষ্ঠাতা মো. মাহফুজ বলেন, বাংলাদেশের উপকূলীয় এলাকায় সুপেয় পানির তীব্র সংকট, একটি জীবনের প্রশ্ন। জলবায়ু পরিবর্তন এবং লবণাক্ততার কারণে লাখো মানুষ নিরাপদ পানির অভাবে ভুগছে, বিশেষ করে নারীরা যারা প্রতিদিন পানি সংগ্রহ করতে দীর্ঘ পথ পাড়ি দেয়। এই বিশ্ব পানি দিবসে, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সরকার উপকূলীয় জনগণের পানির সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। বর্ষার পানি সংরক্ষণে এবং নিরাপদ পানি সরবরাহে বিনিয়োগ বাড়ানো উচিত। পাশাপাশি, স্থানীয় জনগণের অংশ গ্রহণ নিশ্চিত করা প্রয়োজন, যাতে তারা প্রকল্পগুলির বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখতে পারে। পানি সংকট শুধু জলবায়ু সংকট নয়, এটি মানবাধিকারের প্রশ্ন। নিরাপদ পানি একটি মৌলিক অধিকার—এটি নিশ্চিত করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দের বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র নেটওয়ার্ক সদস্য ও প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, বাঁধন মানব উন্নয়ন সংস্থা’র প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার, একশনএইড বাংলাদেশ’র ইন্সপাইরেটর নয়ন হোসেন, এফএফসিআরজে’র প্রতিষ্ঠাতা মো. মাহফুজ, অ্যাক্টিভিস্টা বাগেরহাটের সভাপতি সুমিত ভট্টাচার্য, অ্যাক্টিভিস্টা রামপালের সভাপতি আল-মামুন মাঝি, অ্যাক্টিভিস্টা রামপালের ইয়ুথ ফেলো আবু হুরায়রা শেখ প্রমুখ। এ সময় পরিবেশবিদ ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন এবং বৃষ্টির পানি সংরক্ষণ, লবণাক্ততা প্রতিরোধে সমাধান এবং সম্প্রদায়ভিত্তিক পানির ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।


বক্তারা পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে, নিরাপদ পানির অধিকারের জন্য এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।