বিরলে আলোর দিশারী কুঞ্জ এর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যক্ষ (অবঃ) এম এ জব্বার এর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আজমীর হোসাইন, অধ্যক্ষ (অবঃ) মোঃ কামরুজ্জামান, প্রধান শিক্ষক মোঃ তহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। আলোর দিশারী কুঞ্জ এর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আক্কারুল এর পরিচালনায় ও প্রধান শিক্ষক (অবঃ) মোঃ আব্দুল বাসেত এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ (অবঃ) মোঃ আনোয়ারুল ইসলাম, হিসাব রক্ষক (অবঃ) মোঃ সাদেক আলী, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার আহ্বায়ক, মোঃ আনিসুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ স্কাউটস বিরল উপজেলার সম্পাদক এ কে এম ইকরামুল হক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনায়েতুর রহমান, ফরক্কাবাদ নুরল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ/প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ জিল্লুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সমাজ সেবক লোকমান হাকিম, সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন রশিদ রাজু ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ ছাত্র প্রতিনিধিবৃন্দগণ উপস্থিত ছিলেন।
পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুরে ধরে বক্তাগণ মহাগ্রন্থ আল কোরআন ও সহীহ হাদীস হতে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনা সভা শেষে মুনাজাত ও ইফতার মাহফিলে উপস্থিত সকলে অংশগ্রহণ করেন।