জুনাইদ আহমেদ বিয়ানীবাজার প্রতিনিধি:-
ছাত্র জমিয়ত বাংলাদেশ বড়লেখা ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে আজ (২১রমযান, শনিবার) ডিগ্রি কলেজ হলরুমে ‘মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। কলেজ ছাত্র জমিয়তের আহ্বায়ক মিসবাহ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কিবরিয়া আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বড়লেখা উপজেলা জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওলানা আবিদুর রহমান,
বড়লেখা উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি হাসান আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ফাহিম আহমদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি মাহবুবুল আলম, বড়লেখা উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুল হক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন তায়্যিব, সাংগঠনিক সম্পাদক হাফিয হোসাইন আহমদ, সাহিত্য সম্পাদক হোসাইন আহমদ।
এছাড়া এসময় আরও উপস্থিত ছিলেন বড়লেখা কলে জ ও উপজেলার বিভিন্ন ইউনিটের অর্ধশতাধিক কর্মী ও সদস্য।