Crime News tv 24
ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

দোহারে অসহায় পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে টি সি এল এগ্রো

admin
মার্চ ২২, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দোহার (ঢাকা) প্রতিনিধি:-

ঢাকার দোহারে তানভীর কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার বানাঘাটা এলাকায় প্রায় ১৫০০ অসহায় দুস্থ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। অন্যান্য মান্যগণ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সুতারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বেপারী, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাবেক কাউন্সিলর ফরহাদ বেপারী, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, সাবেক কমিশনার জাহিদ বেপারী, জয়পাড়া কলেজের সাবেক ভিপি সুয়েম, যুবদল নেতা জহিরুল ইসলাম, এডভোকেট আতিকুর রহমান সোহান, বেপারী নাজমুল আরমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


এই উদ্যোগে সৃজনশীলতা ও সমাজসেবার কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা অসহায় মানুষের প্রতি সহানুভূতি ও সহযোগিতার মনোভাবকে তুলে ধরে।