ঝালকাঠি প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ মার্চ) শনিবার প্রেসক্লাবের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী ইমরান শাহরিয়া, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, ব্যবসায়ী শামসুল ইকরাম পিরু, ফেরদৌস হোসেন টিটু, সনাকের সাবেক সভাপতি কামরুন্নেছা আজাদ প্রমুখ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম। এছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবৃন্দ ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।২২,০৩,২০২৫