Crime News tv 24
ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জর্ডানের বাদশাহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন গাজার ওপর হামলা বন্ধে

admin
মার্চ ২৩, ২০২৫ ১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-

জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় আজ (শনিবার) আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ইসরায়েলি বাহিনীর গাজায় হামলা বন্ধ করা যায় এবং যুদ্ধবিরতি টেকসইভাবে প্রতিষ্ঠিত হয়।

জর্ডানের রাজপ্রাসাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক ফোনালাপে বাদশাহ আবদুল্লাহ গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত ত্রাণ সহায়তা প্রবেশের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

এছাড়াও, তিনি জোর দিয়ে বলেন যে, জর্ডান ফিলিস্তিনিদের গাজা ও পশ্চিম তীর থেকে জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘোর বিরোধী। পাশাপাশি, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর চলমান হামলা ও জেরুজালেমের ইসলামী এবং খ্রিস্টান ধর্মীয় স্থাপনায় ইসরায়েলি বাহিনীর লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

রাজপ্রাসাদের বিবৃতিতে আরও বলা হয়, জর্ডান সিরিয়ার স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে আসছে।