আজ রোববার ২৩ তারিখ সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেল লিমিটেড কারখানার শ্রমিক, এতে ভোগান্তীতে পরে সাধারন যাএী ও গাড়ী চালক এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনির সদস্য আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে মহাসড়ক থেকে কারখানার সামনে নেন এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়,
কারখানার শ্রমিকদের সাথে কথা বলে যানা যায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ না করে, কর্তৃপক্ষ গত ১১মার্চ কারখানা বন্ধের নোটিশ দেয়, বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দেওয়ায় একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা,এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, শ্রমিকদের দাবি মেনে না নেওয়ায় রোববার সকাল থেকে বিএইচ আইএস অ্যাপারেল লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন,গাজীপুর শিল্প পুলিশ পরিদর্শক মো: ইসমাইল হোসেন বলেন বিএইচ আইএস, কারখানার শ্রমিকরা গত কয়েকদিন আগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল পরে ২০ মার্চ এর মধ্যে বেতন দেওয়ার আশ্বাস দেওয়া এবং ১৫০০ শ্রমিকের ১২৫০ শ্রমিকের বেতন দেওয়া হয়,গতকাল শ্রমিকরা কাজ না করার ঘোষণা দিলে কর্তৃপক্ষ ‘নো ওয়ার্ক নো পে’ ঘোষণা করে কারখানা বন্ধের ঘোষণা দেয় , এরপর রোববার সকাল থেকে শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভশুরু করেন।