মৌলভীবাজার জেলার সদর উপজেলার সেন্ট্রাল রোডে কয়েকটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা শাখা ও ট্রাস্কফোর্সের যৌথ বিশেষ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের তিনটি মামলায় ৫০,০০০/- টাকা জরিমানা ও তা আদায় করা হয় ।রবিবার ২২ মার্চ দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা শাখার সহকারী পরিচালক মোঃ আল আমিন মনিটরিং ও ট্রাস্কফোর্সের জেলা সদস্য সৈয়দ তফজ্জল হোসেন অভিযান পরিচালনা করেন ।অভিযান পরিচালনা করে শহরের ইশিকা স্টোরে মেয়াদ উত্তীর্ণ প্রশাসধনী পাওয়ায় ২০ হাজার টাকা ও টিফিন রেস্টুরেন্টে খাবারে মাছি পাওয়া ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন ও জেলা ট্রাস্ক ফোর্সের সদস্য সৈয়দ তফজ্জল হোসেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করেন। এসময় সদর মডেল থানার পুলিশের একটি টিম সহযোগিতায় ছিল।