Crime News tv 24
ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় চুরি হওয়া ১৩ টি গরু কালাই ইউনিয়ানের বিএনপির গোয়ালঘর থেকে উদ্ধার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
মার্চ ২৩, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর আত্রাইয়ে গরু চুরির অভিযোগে আন্ত:জেলা গরু চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

তার দেওয়া স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহের (৪০) গোয়ালঘর থেকে ১৩টি চুরি হওয়া গরু উদ্ধার করা হয়।

রোববার (২৩ মার্চ) দুপুর ২টায় সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার এসব বিষয় জানান।

গ্রেফতার ওই ব্যক্তির নাম ছোটন প্রামানিক (২৭)। তার বাড়ি আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ১৪ মার্চ আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয়। এ ঘটনায় অভিযান পরিচালনা করে নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার গরু চোরচক্রের সক্রিয় সদস্য ছোটন প্রামানিককে আত্রাই থেকে গ্রেফতার করে পুলিশ।

তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান পরিচালনা করে বগুড়ার কাহালু উপজেলার কলাই ইউনিয়নের আব্দুল গফুর শাহের (৪০) বাড়ি থেকে চোরাই ১৩টি গরু উদ্ধার করা হয়। এ ১৩টি গরুর মধ্যে পাঁচটি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে আব্দুল গফুর শাহ বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতার ছোটন প্রামানিক পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। তার নামে পূর্বে আত্রাই থানায় একটি চুরির মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ#