জিয়া পরিষদ গাজীপুর জেলা কমিটির আয়োজনে গাজীপুর মহানগর ও জেলা বিএনপির অফিসে জিয়া পরিষদের ৩৭- তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় । রবিবার (২৩শে মার্চ ২০২৫ ইং) বিকাল ৪ ঘটিকায় সময় উক্ত অনুষ্ঠানে জিয়া পরিষদ গাজীপুর জেলার সভাপতি মুহাম্মদ ইয়াকুব মিয়ার সভাপতিত্বে ও জিয়া পরিষদ গাজীপুর জেলার সাধারণ সম্পাদক এডভোকেট জুলহাস সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, মহাসচিব জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহিল মাসুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি, মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি (ঢাকা বিভাগ), জনাব মোঃ জাহাঙ্গীর আলম,সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা, সাবেক সদস্য গাজীপুর জেলা বিএনপি, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএনপি, সহ-সভাপতি গাজীপুর সদর উপজেলা বিএনপি, বিপ্লবী সাধারণ সম্পাদক বাড়ীয়া ইউনিয়ন বিএনপি, সহ সঞ্চালনায় ছিলেন এডভোকেট মোঃ আলমগীর সরকার সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়া পরিষদ গাজীপুর জেলা, জিয়া পরিষদ গাজীপুর জেলার সভাপতি মুহাম্মদ ইয়াকুব মিয়া বলেন জিয়া পরিষদ দেশের বুদ্ধিজীবীদের সমন্বয়ে গঠিত একটি পেশাজীবী সংগঠন। দেশের বরেণ্য ব্যক্তিগণ এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। মহান মুক্তিযুদ্ধের ঘোষক, মুক্তিযুদ্ধের সংগঠক, জেড ফোর্সের অধিনায়ক, আধুনিক বাংলাদেশের স্থপতি, আধুনিক সেনাবাহিনী গঠনের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর নামে এই সংগঠন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মীর মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়া পরিষদ গাজীপুর জেলা সহ আরো অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন ।