ময়মনসিংহ ডিআইজি’র কার্যালয়, সম্মেলন কক্ষে আরএএল (রেঞ্জ অ্যাপ্রুভড লিস্ট) সংক্রান্ত সভা-২০২৪আজ২৩ মার্চ রবিবার অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, ড. মোঃ আশরাফুর রহমান এর সভাপতিত্বে অত্র রেঞ্জে কর্মরত এসআই(নি:),এসআই(স:) ও সার্জেন্ট/ টিএসআই হতে পুলিশ পরিদর্শক(নি:), পুলিশ পরিদর্শক(স:) ও পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে পদোন্নতির তালিকা প্রণয়নের ক্ষেত্রে জ্যেষ্ঠতা নীতিমালা নিরূপনে নির্দিষ্ট বিষয় ভিত্তিক পর্যালোচনা করে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ আবুল কালাম আযাদ; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট ও অপারেশনস্), মোঃ আবু বকর সিদ্দিক; পুলিশ সুপার (অপারেশনস্) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম;পুলিশ সুপার, ময়মনসিংহ, মোঃ আখতার উল আলম; পুলিশ সুপার, জামালপুর, জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; পুলিশ সুপার, শেরপুর।
মোঃ আমিনুল ইসলাম; পুলিশ সুপার, নেত্রকোণা, মির্জা সায়েম মাহমুদ পিপিএম;অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট),মোরশেদা খাতুন।