‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) আসরের নামাজের পর নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের নিচতলার একটি কক্ষে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নাসিরনগর উপজেলা জামায়াতের সভাপতি অধ্যাপক
এ কে এম আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়েত ইসলামীর আমীর মাওলানা মোবারক হোসাইন আকন্দ, বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়েত ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি মো. রুকন উদ্দিন, নাসিরনগর উপজেলা জামায়েত ইসলামির সাবেক আমীর মো.সায়েদ আলী,নাসিরনগর উপজেলা জামায়েত ইসলামির মানব সম্পদ উন্নয়ন সেক্রেটারি ডা. বশীর আহমদ প্রমুখ।সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা জামায়েত ইসলামির সহকারী সেক্রেটারি এইচ,এম,আশরাফ হোসাইন ভূইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা জামায়েতের মজলিস, শুরা ও রুকন সদস্য ও নাসিরনগর উপজেলার বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাধারন মানুষ ও গনমাধ্যমের সাংবাদিকগণ।