এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
গাজা উপত্যকার রাফাহ শহরে ইসরায়েলি বাহিনীর হামলার পর মানবিক সহায়তা কার্যক্রম চালানোর সময় ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের (PRCS) একটি উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সংগঠনটি সোমবার জানিয়েছে, গত ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে ওই দলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়েছে, নিখোঁজ দলের সদস্যরা চারটি অ্যাম্বুলেন্সসহ মোট ১০ জন উদ্ধারকর্মী নিয়ে ঘটনাস্থলে কাজ করছিলেন। ইসরায়েলি বাহিনীর হামলার পর তারা সেখানে দায়িত্ব পালন করছিলেন, এরপরই ওই এলাকায় দখলদার বাহিনীর সামরিক যান প্রবেশ করে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট দলটির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তাদের জীবন বিপন্ন হওয়ার জন্য ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণ দায়ী করেছে। তারা জানিয়েছে, উদ্ধারকারী দলের সন্ধানে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে সমন্বয় সাধনের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কারণ দখলদার বাহিনী সহযোগিতা করতে রাজি হয়নি।
সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে, যাতে নিখোঁজ দলের সন্ধান পাওয়া যায় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।