এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
মিসর জোরালোভাবে অস্বীকার করেছে যে তারা অর্থনৈতিক সহায়তার বিনিময়ে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের কোনো পরিকল্পনা গ্রহণ করেছে। দেশটির সরকারি তথ্য সংস্থা, মিসরের সাধারণ তথ্য সংস্থা (SIS), রোববার এক বিবৃতিতে জানায় যে, মিসরের পররাষ্ট্রনীতি কখনোই জাতীয় বা আরব স্বার্থকে কোনো বিনিময়ের ভিত্তিতে পরিচালিত করেনি।
বিবৃতিতে আরও বলা হয়, মিসরের অবস্থান সর্বদা পরিষ্কার এবং নীতিগত—ফিলিস্তিনিদের জোরপূর্বক বা স্বেচ্ছায় অন্য কোথাও, বিশেষ করে মিসরে স্থানান্তরের যে কোনো প্রচেষ্টাকে তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। কারণ এটি ফিলিস্তিনি ইস্যুর সমাধানকে ক্ষুণ্ন করবে এবং মিসরের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করবে।
মিসর বহুবার তাদের এই অবস্থান স্পষ্ট করেছে এবং ফিলিস্তিন ইস্যুর একটি ন্যায়সঙ্গত ও টেকসই সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। দেশটি বারবার জোর দিয়ে বলেছে যে গাজার জনগণের স্বদেশে থাকার অধিকার রয়েছে এবং তাদের সার্বভৌমত্ব রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।