নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতে পাচার হওয়ার সময় বিষ্ণু মূর্তি ও ভারতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট আটক।নওগাঁ ব্যাটেলিয়ন ১৬ বিজিবি এর দায়িত্বপূর্ণ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন সীমান্ত এলাকায় কুষ্টি পাথরের বিষ্ণু মূর্তি এবং নওগাঁ জেলার পোরশা থানাধীন সীমান্তে ভারতয় মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট চোরাচালান হতে পারে এই মর্মে অত্র নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির কাছে গোয়েন্দা তথ্য আসে।
উক্ত তথ্যের ভিত্তিতে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটেলিয়ন অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় মেজর মোঃ সুলতান মাহমুদ শেখ, পিএসসি,উপ-অধিনায়ক নওগাঁ ব্যাটেলিয়ান ১৬ বিজিবি এর নেতৃত্বে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/৮৫-আর হতে ৫০০গজ বাংলাদেশের অভ্যন্তরে চিকনির ঘাট নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ১৫.৮কেজি ওজনের ১টি কুষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। এছাড়াও নিতপুর বিওপি’র ২৩০/১৩-এস হতে ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে রেখারঘাট নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ২৮৭ পিস ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
উভয় পৃথক অভিযানে উদ্ধারকৃত বিষ্ণু মূর্তি ও ভারতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটের পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়া দিন রয়েছে। এই অপারেশনের মাধ্যমে উক্ত এলাকায় সমূহের এই ধরণের চোরাচালান হ্রাস পাওয়ার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপরোয়া থাকবে।