Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লক্ষ্য টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

admin
মার্চ ২৫, ২০২৫ ১২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ-

ভোলা সদর এলাকার দঃ দীঘলদী গ্রামে সিরাজ গাজী (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লক্ষ্য টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।গতকাল রবিবার বেলা সাড়ে এগারোটায় ভোলা সদরের সোনালী ব্যাংকে নিচে বসে হামলার ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহত সিরাজকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করে।

আহত সূত্রে জানা যায়, আহত সিরাজ গাজী রবিবার দিন বেলা সাড়ে ১১ টার দিকে একটি জমি ক্রয়ের জন্য ১০ লক্ষ্য টাকা বায়ানার করার জন্য ভোলার সদর সোনালী ব্যাংকের নিচে জমির মালিক আলমগীর টুনির জন্য অপেক্ষা করে।

এ সময় আচমকা কাঞ্চন গাজীর ছেলে আলম, আজিজ, ছোটন বয়াতি, সালাউদ্দিন সহ অজ্ঞতা আট দশ – জন ধারালো বগিদা ও চাপাটি নিয়ে  সিরাজ গাজীকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় সিরাজ গাজীর সাথে থাকা নগদ ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে মুহূর্তেই পালিয়ে যায়।আহত সিরাজ গাজী ভোলা সদর দক্ষিণ দিগলদী এলাকার মৃত হোসেন গাজীর ছেলে।

এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।