মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সোমবার ২৪ মার্চ-২০২৫ বিকেলে মেহেরপুর মুজিবনগর উপজেলার গোপালপুর ঈদগাহ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আহসান হাবীব সোনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, বিএনপি নেতা রোকনুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির প্রমুখ।