বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় বুড়িচং উপজেলী নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মালেকুল আফতাব,
বুড়িচং থানার ওসি তদন্ত শহীদুল্লাহ, কৃষি অফিসার আফরিনা আক্তার, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, নির্বাচন কর্মকর্তা হুমায়ূন কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, পল্লী বিদ্যূৎতের ডিজিএম দেলোয়ার হোসেন,বুড়িচং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন, উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা আহমদ উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী,সমবায় অফিসার মীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, বিজিবি প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশলী তানবীর আহমেদ, ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার কফিল উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবন্দ।