Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া আইডি ব্যবহার করে প্রতারক চক্রের বিভিন্ন মহলের কাছে চাঁদা দাবী

এম. রওশন আলম বিশেষ প্রতিনিধি :
মার্চ ২৫, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদারের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলেছে কোনো প্রতারক বা প্রতারক চক্র। ২৪ মার্চ ২০২৫ সোমবার উপাচার্যের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি থেকে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চেয়েছে উক্ত প্রতারক। এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার সবাইকে সতর্ক থাকতে এবং কোনো রকম অর্থ লেনদেন না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে উপাচার্য জানিয়েছেন। শাহজাদপুর থানার জিডি নম্বর ১১৭৮
জিডির তারিখ : ২৪-০৩-২০২৫
প্রতারক বা প্রতারক চক্রকে পুলিশ দ্রুত চিহ্নিত করবে এবং আইনের আওতায় আনতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এম. রওশন আলম
বিশেষ প্রতিনিধি
মোবাইল : ০১৭১৩৬০৮৭৪৭
তারিখ : ২৫-০৩-২৫