কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা এনজিও কর্মীকে, গাছে বেঁধে তার সহকর্মী নারীকে, গত ১৮ মার্চ ধর্ষণ নির্যাতন ধর্ষণের অভিযোগ উঠেছে,
ওই ভুক্তভোগী পরবর্তীতে চান্দিনা থানায় মামলা করলে
নির্যাতনের ঘটনায় জড়িত দ্বিতীয়। এজারভুক্ত আসামী আসামী শাওন হোসেনকে গতরাতে গ্রেফতার করে চান্দিনা থানা পুলিশ, গ্রেফতারকৃত আসামি হলেন
চান্দিনা সাইকোট তুলাতুলী মৌলভীবাড়ি, সেলিম মিয়ার ছেলে, মামলার দ্বিতীয় এজারভুক্ত আসামি,
শাওন হোসেনকে, (২৫) চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওসি তদন্ত মোহাম্মদ শাহিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে।
দেবিদ্বার উপজেলা ভানী ইউনিয়নের খাদঘর এলাকার আসামি শ্বশুর বাড়ির থেকে, গ্রেপ্তার করে চান্দিনা থানা পুলিশ।
এদিকে আসামি গ্রেফতার হওয়া, ঘটনা ব্যবহারকৃত মোটরসাইকেল ও ইলেকট্রনিক শট উদ্ধার করা হয়েছে- চান্দিনা থানা পুলিশ।