Crime News tv 24
ঢাকাবুধবার , ২৬ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের কাশিয়ানীতে খেলনা দেওয়ার কথা বলে ৬ বছরের শিশু ধর্ষণ

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাটির খেলনা দেওয়ার কথা বলে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার ২০ মার্চ বিকেলে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

এ ঘটনায় শিশুটির বাবা শরিফুল মোল্লা শাদী হয়ে কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত আকাশ মোল্লা (১৮) একই গ্রামের তারু মোল্লার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে গত ২০ মার্চ বিকেলে শিশুটিকে বাড়িতে রেখে তার মা বাড়ির পাশে ধনিয়া খেতে যায়।এরই থাকে প্রতিবেশী যুবক আকাশ মোল্লা মাটির খেলনা দেয়ার কথা বলে নারীর একটি মেহে অজ্ঞানী বাগানে চোর-পূর্বক ধর্ষণ করে।

ধনিয়া খেতেথেকে শিশুদের মা বাড়ি ফিরে আসলে তার মেয়ে পেট চেপে ধরে কান্নাকাটি করছে। পরে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি জানায় প্রতিবেশী আকাশ মোল্লা তাকে মাটির খেলনা দেয়ার কথা বলে মেহগনি বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে স্থানীয়  প্রভাবশালীরা শিশুর পরিবারকে আমরা না করতে চাপ প্রয়োগ করেন এবং ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। আজ মঙ্গলবার শিশুর বাবা কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফি উদ্দিন খান বলেন শিশুটির বাবা নিজে বাঁধিয়ে অভিযোগ দায়ের করেছেন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।