Crime News tv 24
ঢাকাবুধবার , ২৬ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধা

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ,
মার্চ ২৬, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভ ও ৭১ এর বদ্ধভূমি’র বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসক্লাব গোপালগঞ্জ-এর নেতৃবৃন্দ।

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে  প্রেসক্লাবের সভাপতি মোঃ জুবায়ের হোসেন ও দায়িত্বরত মহাসচিব এস এম সাব্বিরের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য কামরুল হাসান, অর্থ সচিব হাচানুল বান্না, দপ্তর সচিব পলাশ সিকদার, সদস্য মোঃ শিহাব উদ্দিন, মোঃ মুরাদ বিশ্বাস,কে এম সাইফুর রহমান  প্রমুখ।পরে প্রেসক্লাব গোপালগঞ্জ-এর কার্যালয়ে  জাতীয় পতাকা উত্তলোন করা হয়।

এদিকে, মহান স্বাধীনতা দিবসে সাংবাদিক, সদস্য ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন  প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি মোঃ জুবায়ের  হোসেন এবং মহাসচিব এস এম সাব্বির।

প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন বলেন,  বাংলাদেশের ৫৪তম  স্বাধীনতা দিবসে সকলকে শুভেচ্ছা। সেই সাথে শহীদদের প্রতি জানাই শ্রদ্ধা। ৩০ লাখ শহীদের বুকের তাজা লাল রক্তের ও দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এ স্বাধীনতা।

প্রেসক্লাবের মহাসচিব এস এম সাব্বির বলেন, প্রেসক্লাব গোপালগঞ্জের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জানাই শুভেচ্ছা। সেই সাথে সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।