সাগর আহমেদ জজ নেত্রকোনা প্রতিনিধি:-
২৬ মার্চ ২০২৫ তারিখ বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সক্রিয় পূর্বধলা রিপোর্টার্স ক্লাব, সকাল ৬ টায় উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনার ,সংলগ্ন স্বাধীনতা স্তম্ভে এ শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে ফুল সংগ্রহ করে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা আগের দিন সন্ধ্যা হতে নিজেরাই পুষ্পস্তবক তৈরির কাজে লেগে যান যা ছিলো সত্যিই চিত্তাকর্ষক। এরপর নির্ধারিত সময়ে তারা উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনার
সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান ও দোয়া প্রদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক , আমিনুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম , সদস্য সাগর আহমেদ জজ, মোঃ ওয়াসিম, শেখ সুমন সহ ,
অন্যান্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের। প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার দামাল ছেলেরা। এরই ধারাবাহিকতায় বহু ত্যাগ-তিতিক্ষা আর রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা ।