চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে বিপুল নামের একজন নিহত হয়েছেন। ২৬ মার্চ রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা নূরনগর মুন্না মোড়ের নিকট এ ঘটনা ঘটে।
জানা গেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬ মাইল বুড়ো পাড়ার আয়নাল হোসেনের দুই ছেলে বিপুল ও বিপ্লবসহ তার বন্ধু ওয়াসীমকে সাথে নিয়ে চুয়াডাঙ্গায় যাচ্ছি লেন ঈদের কেনাকাটা করতে। ঘড়িতে তখন রাত আটটা। দ্রুত বেগে মোটরসাইকেল চালিয়ে জিগজ্যাক করতে করতে বাড়ি থেকে আসছিলো । চুয়াডাঙ্গা শহর থেকে একটু দূরে ঝিনাইদহ বাস স্ট্যান্ড পার হয়ে মুন্নার মোড়ের কাছাকাছি – বিপরীত দিক থেকে সিএন্ডবি পাড়ার ইজি বাইক চালক ওহিউদ্দিন দুজন যাত্রী নিয়ে বিপরীত দিক থেকে আসছিলেন। বিপুলদের মোটরসাইকেল এর গতি ছিল বেপরোয়া মুখোমুখি সংঘর্ষ হয়- ঘটনাস্থলেই বিপুল নিহত হয় গুরুতর আহত ভাই বিপ্লব আর বন্ধু ওয়াসিম। অটোর যাত্রীসহ চালক ওহিউদ্দিনও গুরুতর আহত হন। আহত অবস্থায় সবাইকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
বিপ্লব ও ওয়াসিমকে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। রাতে শেষ খবর অনুযায়ী দুজনকে নিয়ে অ্যাম্বুলেন্স রাজশাহীর উদেশ্য রওনা দিয়েছে।