দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর ।
এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জয়নগর থানার পক্ষ থেকে বুধবার সকাল ১১টা ৩০মিনিটে শিবনাথ শাস্ত্রী সদনে জয়নগর থানার ওসি পার্থসারথি পালের উদ্দ্যেগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় ।খুশির উৎসব ঈদকে ঘিরে আনন্দ করতে গিয়ে যেন নিরানন্দ ডেকে না আনে তার জন্য সকলের কাছে আহ্বান জানালেন জয়নগর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। খুশি মানাতে গিয়ে ছোট ছোট বাচ্চারা হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে বেপরোয়াভাবে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে।
যার ফলে অনেক পরিবারে আনন্দের দিনে নিরানন্দ
বয়ে আনে। সেখান থেকে বিরত থাকার কথা বলেন পুলিশ প্রশাসন। অন্যদিকে রামনবমী উপলক্ষে এলাকায় কোথায় কোথায় পদযাত্রা বের হয় এবং অন্যান্য কর্মসূচি থাকে কিনা
সে সম্পর্কে উদ্যোক্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। সর্বপরি ঈদ ও রামনবমী উপলক্ষে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য আলোচনা সভা শুরুর আগে জয়নগর থানার উদ্যোগে স্থানীয় থানা চত্বরে দাওয়াত এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজ সেবিক তথা হাক্বানীয়া আরবী একাডেমী ও হাক্বানীয়া মানব সেবার কর্ণধার হাফেজ আবুল কালাম মন্ডল সাহবের হাতে জয়নগর থানার ওসি পার্থসারথি পাল এবং বিশিষ্ট সমাজ সেবিক তুহিন বিশ্বাস রমজান মাসের ইফতার সামগ্রী তুলে দিলেন।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবিক হাফেজ আবুল কালাম মন্ডল, বিশিষ্ট সমাজ সেবিক তুহিন বিশ্বাস, জয়নগর থানার ওসি পার্থসারথি পাল, বিশিষ্ট সমাজ সেবিক ইসমাইল মোল্লা,বিদ্যুৎ দপ্তর ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফায়ার ব্রিগেড কর্মকর্তা, পদ্মের হাট গ্ৰামীন হসপিটালের বিশিষ্ট ডক্টর,সমস্ত অঞ্চলের প্রধান -উপপ্রধান, সমস্ত অঞ্চলের বিশিষ্ট সমাজ সেবিক নেতৃত্ব সহ বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্টজনরা।