মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা, প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেল ৫টায় উপজেলা পরিষদ কার্যালয়ের মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জেএইচএম ইউনুস, এবং সঞ্চালনা করেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার মহেশখালী প্রতিনিধি ও প্রেস ক্লাবের সদস্য ফারুক ইকবাল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক এম বশির উল্লাহর পুত্র হাফেজ রাকিব হোসেন। মহেশখালী দ্বীপের প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং অসুস্থ সাংবাদিকদের আশু রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া করা হয়।
বক্তারা বলেন, মহেশখালীর সাংবাদিকরা সবসময় সাধারণ মানুষের স্বার্থে কাজ করেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। তাঁদের সততা, নিষ্ঠা ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
মহেশখালীতে সাংবাদিকতার বিকাশে যাঁরা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে ডা. সোলতান উদ্দিন, শফিক উল্লাহ খান, আহাম্মদ হোছাইন ও সাজ্জাদ জহির (এম.এ)-এর নাম বিশেষভাবে উল্লেখ করা হয়, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ।
প্রবীণ সাংবাদিক ফরিদুল আলম শাহীন বলেন, “১৯৭০-এর দশকে ডা. সোলতান উদ্দিন ও শফিক উল্লাহ খান সাংবাদিকতা শুরু করেন। ১৯৮০-এর দশকে আহাম্মদ হোছাইন এবং ১৯৯০-এর দশকে সাজ্জাদ জহির (এম.এ) মহেশখালীতে সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করেন। তাঁদের পথ অনুসরণ করেই বর্তমান প্রজন্ম এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ও তাহাদের আত্মার মাগফিরাত কামনা করছি ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেদায়ত উল্লাহ। তিনি বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। তাঁদের নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজকে আলোকিত করে। মহেশখালীর প্রয়াত সাংবাদিকদের অবদান নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকুক এ কামনা ।
এতে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এড. নুরুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ, উপজেলা ভূমি কর্মকর্তা দীপক ত্রিপুরা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন, সিনিয়র সাংবাদিক সিরাজুল হক সিরাজ, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল বশর পারভেজ, মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আ ন ম হাসান, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহেশখালী উপজেলা সদস্য সচিব মাওলানা সোলাইমান, সিনিয়র সাংবাদিক আব্দুস ছালাম কাকলী, সিনিয়র সাংবাদিক আমিনুল হক, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম হোবাইব সজীব, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরফান হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন মহেশখালী দক্ষিণ শাখার নেতৃবৃন্দ, নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পেশাজীবি ও সুশীল সমাজের প্রতিনিধি গণ ।
এছাড়াও মহেশখালীতে কর্মরত সাংবাদিকদের মধ্যে অংগ্রহণ করেন মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক এম বশির উল্লাহ, সাবেক যুগ্ম সম্পাদক গাজি আবু তাহের,
কায়সার হামিদ, ফুয়াদ মোঃ সবুজ, খায়রুল ওয়ারা, সাইফুল ইসলাম সাইফ, শাহাবুদ্দিন সিকদার, সালাহ উদ্দিন রতন, আব্দুল্লাহ শাহরিয়ার বাপ্পি, মহিউদ্দিন, হামিদ হোসাইন, রিয়াদ মোঃ সাকিব সহ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।।