এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
কুয়েতের (সুন্দরমুর্তি রোগী সহায়তা তহবিল – সুদান অফিস) এবং কুয়েতি রিলিফ সোসাইটির সহযোগিতায় সুদানের মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১৬২৬টি খাদ্যসামগ্রীর ঝুড়ি বিতরণ করা হয়েছে। এই সহায়তা কর্মসূচি জাজিরা, কাসলা, গাদারেফ ও নীল নদ রাজ্যের ১২টি স্থানে পরিচালিত হয়, যেখানে ২৮ হাজারের বেশি বাস্তুচ্যুত ও ফিরে আসা জনগোষ্ঠী উপকৃত হয়েছেন।
গাদারেফ রাজ্যের মানবিক সহায়তা কমিশনার জহরা মিরগনি কুয়েত নিউজ এজেন্সি (কুনা)-কে দেওয়া এক বিবৃতিতে জানান, “এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা কুয়েতি রিলিফ সোসাইটি এবং তাদের সকল সহযোগী ও দাতা সংস্থার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এ প্রসঙ্গে প্রকল্প পরিচালক ডা. ওমর আওদাল করিম জানান, মোট ২৮,৮২১ জন এই মানবিক সহায়তার সুবিধা পেয়েছেন।