Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-সুজন আহম্মেদ
মার্চ ২৭, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে প্রায় হাজার দুস্থ, অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামে শের আলী ফাউন্ডেশনের উদ্যোগে শের আলী অটিস্টিক বিদ্যালয় মাঠে এ খাদ্যা সামগ্রী বিতরণ করা হয়।

শের আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক-উজ জামান।

বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, মান্দিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ রবজেল হোসেন এবং উপজেলা সমাজসেবা অফিসার শিউলী রানি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শের আলী ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জাহিদ হাসান

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান টুটুল। পরে হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় এক হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পিয়াজসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো।