Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২৮ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সরকারের ঈদ উপহার পেলেন সীমান্ত হত্যাকাণ্ডের শিকার ফেলানীর পরিবার

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামঃ
মার্চ ২৮, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের সীমান্তে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার ফেলানী খাতুনের পরিবার সরকারের পক্ষ থেকে ঈদ উপহার পেয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনায় আর্থিক সহায়তা ও ঈদ উপহার তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফেলানীর বাবা নুর ইসলামের হাতে চেক ও ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) নুসরাত সুলতানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম এবং জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মুহ. হুমায়ুন কবির।

ঈদ উপহার হিসেবে ফেলানীর পরিবারের জন্য জেলা পরিষদ থেকে ৩০ হাজার টাকার একটি চেক এবং জেলা সমাজসেবা কার্যালয় থেকে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উপহার গ্রহণ করে ফেলানীর বাবা নুর ইসলাম আনন্দ প্রকাশ করে বলেন, ঈদে নগদ টাকা ও পোশাক পেয়ে খুব ভালো লাগছে। স্ত্রী-সন্তানদের নিয়ে ভালোভাবে ঈদ পালন করতে পারবো। উপদেষ্টা স্যারসহ সবার জন্য দোয়া করবো। আর আমার মৃত মেয়ের জন্য সবাই দোয়া করবেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত হন ফেলানী খাতুন। সীমান্তে নিরাপরাধ মানুষের প্রাণহানি নিয়ে তার মৃত্যু বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীর্ঘদিন ধরে তার পরিবার ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছে