কবি আসাদ উল্লাহ.......
এখন চৈত্র মাস, চারদিকে শুকনো পাতার মর্মর
চারদিকে আগুনের হল্লা, তপ্ত হাওয়ার দহন।
মাধবী, কেমন আছো এই চৈত্রে?
ষড় ঋতুর এই দেশে অবশ্য তোমার বিশেষ কোন ঋতু বা মাস নেই-
তোমার চোখে বারো মাস ঘন মেঘ ঘুরে বেড়ায়
অঝোর ধারায় ভেসে যায় শুকনো ঝরা পাতা
আর অনিবার ভেসে আসে লোপা মুদ্রা মিত্রের কণ্ঠ-
'বুকের ভিতর আগুন জ্বলে চোখে যখন বন্যা বয়।'
একদা এই চৈত্রেই দেখেছিলে প্রেম- ঘন ছায়ার মায়াবী বন
অবশেষে হিম কুড়াতে গিয়ে বুকে নিলে বিরহানল-
যেমন বাংলাদেশ শস্য-শান্তির সূর্যোদয়ের পরিবর্তে
প্রতিদিন পুষে গোপন ব্যথার শ্বাসাঘাত- নোনা নীল জল।