Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২৮ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,
মার্চ ২৮, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় নীলফামারীর ডিমলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ মার্চ বৃহস্পতিবার বিকালে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠন ও ডিমলা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ডিমলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ডিআর এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধানের সঞ্চালনায়-অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন।

প্রধান বক্তৃা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন। এসময় উপজেলার সকল অঙ্গ সংগঠনের সভাপতি, সম্পাদক ও আহবায়ক, সদস্য সচিবসহ সম্মানিত উপজেলা সদস্যবৃন্দ ও ১০ ইউনিয়ন বিএনপি সভাপতি, সম্পাদক ও ইউনিয়ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- ডিমলা উপজেলা অধীনস্থ ১০ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংশ্লিষ্ট ইউনিয়নের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে আলোচনা করে জনবহুল স্থানে সাধারণ জনগণকে সম্পৃক্ত করে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের জন্য আহবান জানানো হয়।


এতে গত (১২মার্চ) ৯নং টেপাখড়িবাড়ি ইউনিয়ন, (১৩মার্চ) ২নং বালাপাড়া ইউনিয়ন, (১৪মার্চ) ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়ন, (১৫মার্চ) ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়ন, (১৭মার্চ) ৫নং গয়াবাড়ী, (১৮মার্চ) ৬নং নাউতারা, (১৯মার্চ) ৭নং খালিশা চাপানী, (২০মার্চ) ঝুনাগাছ চাপানী, (২১মার্চ) ১০নং পূর্ব ছাতনাই ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।