নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ীতে হামলা ভাঙচুর লুটপাট ও প্রাণ নাসের হুমকি থানায় লিখিত অভিযোগ।মোসাঃ আইরিন আক্তার পিতা মৃত আব্দুল ছবুর স্বামী ছবির হোসেন খান থানায় লিখিত অভিযোগে বলেন বিবাদি জাহিদ খান ৪৫ পিতা মোহাম্মদ আলী খান,নাবিল খান ২২, মোঃ রাতিন খান ১৯, উভয় পিতা জাহিদ খান,সুমন মিয়া ৪০,পিতা মোয়াজ্জে,মোসাঃ সুমি বেগম ৪২ স্বামী জাহিদ খান,মোসাঃ ফেরদৌসী বেগম স্বামী মোয়াজ্জে,কায়েত পাড়া সাং পূর্বগ্রাম বিবাদীদের সহিত দীর্ঘদিন যাবৎ বসতবাড়ির জায়গা জমি নিয়ে ঝগড়া বিবাদ চলিয়া আসছে তার জের দরিয়া ২৬,০৩,২০২৫ বিকালে অজ্ঞাত আরো ৪/৫ জন মিলে ধারালো ছেনদা,চাপাতি লোহার রড,হাতুড়ি,লাঠি সোটা নিয়ে আমার বসত বাড়ীতে লুটপাট ও ভাঙচুর চালায়,এতে আমার স্বামী ছাবির হোসেন বাধা দিতে গেলে হত্যার উদ্দেশ্যে আমার স্বামী ছবির হোসেন খানের মাথায় আঘাত করে লাথি কিল গুসি শুরু করলে আমার স্বামী মাটিতে লুটিয়ে পড়ে যায় এবং আমার চুলের মুঠি দরিয়া আমাকে মাটিতে টানা হেচরা করে আমার গলায় থাকা ১ ভরি স্বর্ণের চেইন আমার স্বামীর সাথে থাকা ব্যবসার নগদ ৪৭০০০ টাকা নিয়ে নেয় তারা এবং আমার বসত ঘর ভাঙচুরের প্রায় ৩০০০০ টাকা ক্ষয়ক্ষতি হয়।আমাদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী আমার স্বামীকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জায়।এবিষয়ে রূপগঞ্জ থানার অসি লিয়াকত আলী বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।