Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২৮ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, লেবাননের প্রেসিডেন্ট এবং সিরিয়ার প্রেসিডেন্টের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক শুক্রবার

admin
মার্চ ২৮, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-

ফ্রান্সের এলিসি প্রাসাদ বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার প্যারিসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সাথে বৈঠক করবেন। এছাড়াও, এই বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ শারাহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন।

ফরাসি প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, এই ত্রিপাক্ষিক বৈঠকে মূলত সিরিয়া-লেবানন সীমান্তের নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হবে, যেখানে সাম্প্রতিক সময়ে উত্তেজনার ফলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফ্রান্স এই অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে এবং লেবানন ও সিরিয়ার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের প্রতি গুরুত্ব দিচ্ছে।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে, লেবানন ও সিরিয়া কিছু অভিন্ন সমস্যা মোকাবিলা করছে, বিশেষ করে সীমান্ত অঞ্চলে চোরাচালান বৃদ্ধি পাচ্ছে। এই বৈঠকে অংশগ্রহণকারী রাষ্ট্রপ্রধানরা এসব চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করবেন।

ত্রিপাক্ষিক বৈঠকের পাশাপাশি, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে একটি পাঁচ জাতির বৈঠকেরও আয়োজন করা হয়েছে, যেখানে সাইপ্রাস ও গ্রিসের রাষ্ট্রপ্রধানরাও উপস্থিত থাকবেন।