এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
শুক্রবার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার ও প্রতিবেশী থাইল্যান্ড। এতে মিয়ানমারের রাজধানীর একটি প্রধান হাসপাতাল “বহু হতাহত” অবস্থায় পরিণত হয়েছে এবং ব্যাংককে নির্মাণাধীন একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে বহু শ্রমিক আটকা পড়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার বিকেলে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইং শহরে, যা ভূ-পৃষ্ঠের খুব কাছাকাছি ছিল। কয়েক মিনিট পর একই এলাকায় ৬.৪ মাত্রার একটি শক্তিশালী আফটারশকও অনুভূত হয়।
ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষত মিয়ানমারে। সেখানে বহু ভবন ধসে পড়েছে, রাস্তা ফাটল ধরেছে এবং ঐতিহাসিক "আভা ব্রিজ" সম্পূর্ণ ভেঙে গেছে।
মিয়ানমারের সামরিক সরকার বিরল এক আহ্বান জানিয়েছে, তবে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এদিকে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বহুতল নির্মাণাধীন ভবন ধসে বহু শ্রমিক আটকা পড়েছে, উদ্ধারকাজ চলছে।