Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২৮ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গভীর রাতে সরকারি চাল চুরি আটক স্বেচ্ছাসেবক দল নেতা

Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল চুরির সময় হাতেনাতে ধরা পড়ছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম।


শুক্রবার (২৮ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় জনসাধারণ ইউনিয়ন পরিষদের পাশের গোডাউন থেকে চাল বোঝা ট্রাক্টর আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল গভীর রাতে ট্রাক্টর করে বাসায় সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল ট্রাক্টর ইঞ্জিনের শব্দ শুনে নাইটগার্ড সহ স্থানীয় বাসিন্দারা এগিয়ে যান। তারা দেখেন কয়েকজন লোক ট্রাক্টরের চাল তুলছে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আমিনুল ইসলামকে আটক করা হয় । উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃত আমিনুল ইসলাম পশ্চিম বেগুনবাড়ি গ্রামের পাথারুর ছেলে।এছাড়া পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মৃত গফুর আহমেদের ছেলে ওয়াদুদ হাসান, সাধারণ সম্পাদক নুরুল আমিন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল ও স্থানীয় বাসিন্দা মৃত নসিরুদ্দিনের ছেলে সুলতান।


পুলিশ ঘটনাস্থল থেকে চাল ভর্তি ট্রাক্টর সহ আমিনুল ইসলামকে থানায় নিয়ে যায়। এক প্রত্যক্ষদর্শীর অভিযোগ, বেগুনবাড়ি ইউনিয়নের বিএনপি নেতা হাবিব এই অভিযুক্তদের লালন পালন করেন।

স্থানীয় বাসিন্দা বলেন এই চাল চুরির ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে তবে প্রতিবারই অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এবার হাতেনাতে ধরা পড়ায় আমরা এর সুষ্ঠু বিচার চাই। আরেক বাসিন্দা বলেন, গরিবের হক মেরে যারা নিজেদের আখের গোছাতে চায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ।আমরা চাই প্রশাসন দ্রুত এর তদন্ত করে বাকি অভিযুক্তদেরও আইনের আওতায় আনুক।


ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম জানান, সরকারি চাল চুরির ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।