মানবাধিকার সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কর্মহীন খেটে খাওয়া মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২৮ মার্চ সকালে সংগঠনের মজমপুরস্থ অস্থায়ী কার্যালয়ে ঈদ উপহার বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি শাহারিয়া ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানবাধিকার সমিতির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পল্লবী, কুষ্টিয়া জেলা শাখার সদ্য সাবেক সভাপতি জান্নাতুল ফেরদৌস জিনিয়া, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার সহ-সম্পাদক ফরহাদ হোসেন সুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মোকাদ্দেস হোসেন প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে নুরুন্নবী বাবু বলেন, কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমাদের সকলের উচিত যার যার অবস্থান থেকে অসহায়, নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো।
এদিকে ঈদ উপহার পেয়ে অনেকেই খুশির কান্নায় ভেঙে পড়েন। তারা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমাদের মধ্যে অনেকেই আছে যারা ৬/৭ দিন কোন কাজ পান না। যেখানে দুবেলা খাওয়া জোটে না, সেখানে ঈদ অনেক দূরে। নতুন পোষাক সহ ঈদ উপহার পেয়েছি। আমরা আনন্দিত।
সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল`র সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাব্বি আল-আমিন ও সদস্য নাজমুল হক।