হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নে ইকরতলী গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পবিত্র মাহে রমজানের পবিত্র গাউসীয় দারুল ক্বেরাতে শিক্ষা দান করা হয়।১ম রমজান থেকে শুরু করে ২৭ রমজান পযন্ত জামাতে সূরা হতে জামাতে ছালিছ পযন্ত প্রায় শতাদিক ছাত্র ছাত্রীদের কে সহি শদ্ধ ভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়।আজ ২৭ শে রমজান বিকাল ৩.০০ ঘটিকায় সময় মৌলানা আজিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বার বার নির্বাচিত গাজীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার সেলিম আহমেদ সুনাই মিয়া, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ডুলনা ইং ইস্টার সোসাইটি সভাপতি সমাজ সেবক ইসতেয়াক আহমেদ চৌধুরী লিমন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মাষ্টার মাহমুদুর রহমান,মাষ্টার খলিলুর রহমান,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সমাজ সেবক আক্তার মুল্লা, সজল মিয়া, ওলিউর রহমান,কুতুবউদ্দিন তরফদার,বাদশা মিয়া, মীর মিজান, ছইবুল্লা,নুমান মিয়া সহ এলাকার গম্যমান ব্যাক্তিবর্গ দারুল ক্বেরাতে প্রসংশা করেন