ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিষিদ্ধ মাদকদ্রব্য চোরাচালান চক্রের ০১ সদস্য গ্রেফতার করা হয়েছে।
গত ২৭ মার্চ বৃহস্পতিবার ২০২৫ তারিখ ১৭:১৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া মেডিকেল কলেজের মেইন গেইটের সামনে থেকে অবৈধ মাদকদ্রব্য ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বহনকারী ০১টি মোটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী আজহারুল ইসলাম ওরফে বিপ্লব (৪৫)-কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদক চোরাকারবারী চক্রের সাথে জড়িত। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ধৃত আসামীর পূর্ণ নাম-ঠিকানা:
১। আজহারুল ইসলাম ওরফে বিপ্লব (৪৫), পিতা-মৃত এস.এম আবু বক্কর সিদ্দিক, সাং-নওমহল, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
উদ্ধারকৃত আলামতের বর্ণনা
১। ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট
২। ইয়াবা ট্যাবলেট বহনকারী ০১টি মোটর সাইকেল