ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নের বংকিরা হাওনঘাটা ব্রিজ থেকে ডাকাতির সময় লিটন সরদার নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।ডাকাতের আক্রমনে ভুক্তভোগীর হাকডাকে বংকিরা পুলিশ ক্যাম্পের আইসিসহ কয়েক জন পুলিশ ও স্থানীয়রা তাকে আটক করে। উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি দেশীয় ধারালো ছুরি।
সেসময় পালিয়ে সজীব ও শামিমসহ আরও ৩/৪জন ডাকাত পালিয়ে যায়। গ্রেফতার হওয়া ডাকাত লিটনের তথ্যের উপরে পরবর্তীতে সজীব নামের আরো এক ডাকাতকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ডাকাতদের বাড়ি পার্শ্ববর্তি জীবনা গ্রামে। ডাকাতদলের সাথে ওই এলাকার আরো কয়েকজন জড়িত আছে বলেও জানায় গ্রেফতার হওয়া লিটন ও সজীব।তাদের কাছ থেকে আরো জানা যায়, এলাকার সবগুলো চুরি ডাকাতির সাথে তারা জড়িত ছিলো।
পুলিশ জানায়, আজমল হোহেন নামে এক ব্যক্তি আক্কাছ মিয়ার পার্কে ( আক্কাছ লেক ভিউ) চাকরি করেন। তিনি আজ ১২ হাজার টকা নিয়ে আসছিলেন।ডাকাতদল তার কাছ থেকে ঔই টাকা ডাকাতি করে পালানোর চেষ্টা করে। তার চিৎকারে পুলিশসহ এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে, সে সময় লিটনকে ধরে ফেলে আর বাকিরা পালিয়ে যায়।
তবে আটক লিটন এলাকার জড়িত সব ডাকাতদের নাম বলেছে পুলিশ পরবর্তীতর সজীবন নামের আরো একজনকে আটক করে। এছাড়াও সদ্য হওয়া ভুলটিয়ার মাঠে ডাকাতি, স্যালো মেশিন চুরিসহ অসংখ্য অপকর্মের সাথে জড়িত বলেও পুলিশের কাছে স্বীকার করেছে।