Crime News tv 24
ঢাকাশনিবার , ২৯ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে পত্রিকা বিক্রেতাদের মাঝে ঈদ উপহার বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
মার্চ ২৯, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুক দিতেই পত্রিকা খোঁজেন সচেতন সমাজ। দেশ বিদেশে সব খবর এক নজরে জানতে পারেন পত্রিকার মাধ্যমে। সংবাদ সংগ্রহ থেকে শুরু করে পাঠকের হাতে পৌঁছানো পর্যন্ত অনেক মানুষের ঘাম ঝরে। সংবাদপত্রের এত পরিশ্রম সার্থক হয় কেবল পাঠকের হাতে পত্রিকা পৌঁছানোর মধ্যদিয়ে। পাঠকের হাতে পত্রিকার পৌঁছানোর মাধ্যমে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে টিকিয়ে রেখেছে পত্রিকা বিক্রেতা বা হকাররা। ঈদ যায় ঈদ আসে। কিন্তু বছরান্তে পাঠকের হাতে পত্রিকা পৌঁছানো হকারদের খবর তেমন কেউ রাখেনা। এই ভাবনা থেকে পত্রিকার হকারদের পাশে দাঁড়িয়েছে দৈনিক দেশ মা পরিবার।

শনিবার (২৯মার্চ) দুপুর ১২টায় পৌর এলাকার কাটাবাড়ীস্থ দৈনিক দেশ মা পত্রিকার কার্যালয়ে উপজেলার পত্রিকা হকারদের মাঝে ঈদ উপহার তুলে দেন দৈনিক দেশ মা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আনন্দ কুমার গুপ্ত। এসময় উপস্থিত ছিলেন দৈনিক দেশ মা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক দেশ মা’র সহ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মেহেদি হাসান উজ্জ্বল, দৈনিক দেশ মা’র অনলাইন ইনচার্জ ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মোকাররম হোসেন, এশিয়ান টিভি প্রতিনিধি কবির সরকার, সাংবাদিক আল আমিন বিন আমজাদ, জাহাঙ্গীর হোসেন, গোপাল গুপ্ত সহ অনেকে।
পত্রিকা বিক্রেতা আব্দুল মোন্নাফ বলেন, পত্রিকার হকারদের তেমন খোঁজ খবর রাখেন না কেউ। ঈদ উপহার দেয়ায় আমরা খুশি। অন্তত কেউ আমাদেরকে মনে রেখেছেন- এটা ভাবতে ভালো লাগছে।
এ প্রসঙ্গে বিশিষ্ট সমাজ সেবক আনন্দ কুমার গুপ্ত বলেন, প্রতিবছর আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ঈদ উপহার দিয়ে থাকি। হকাররাও এই সমাজেরই অংশ। বাস্তবতা হল তারা অসহায়। এই দায়িত্ববোধ থেকেই তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি।