এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
বর্মায় শুক্রবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। এই ভয়াবহ কম্পনের ফলে পার্শ্ববর্তী থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার বিকেলে, উত্তর-পশ্চিম বর্মার সাগাইং শহরের মধ্যভাগে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কয়েক মিনিটের ব্যবধানে ৬.৪ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
ভূমিকম্পের ফলে বর্মায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। বহু ঘরবাড়ি, সেতু, ধর্মীয় স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ভেঙে পড়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত এই দেশটি এমনিতেই সংকটের মুখে, তার ওপর এই প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করেছে।
দেশটির সামরিক জান্তা ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই বর্মা গৃহযুদ্ধের মধ্যে রয়েছে, যা দুর্যোগ মোকাবিলাকে আরও কঠিন করে তুলেছে।
উদ্ধারকারীরা এখনো জীবিতদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন, তবে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ধীরে ধীরে কমে আসছে।