২৮ মার্চ শুক্রবার বিকালে বুড়িচং উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মাওলানা মোঃ জাকারিয়া খানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সহ-সেক্রটারি মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা শাখার সাবেক সভাপতি মাস্টার ফয়েজ আহমদ, ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি মোঃ শাহিন হোসাইন ভূইয়া।
বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মোঃ শরিফুল্লাহ খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ময়নামতি ইউনিয়ন সভাপতি মোঃ জসিমউদদীন মৈশান, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বুড়িচং সদর ইউনিয়ন সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, পীরযাত্রাপুর ইউনিয়ন সেক্রেটারি মোঃ জামাল হোসেন, শ্রমিক নেতা আলমগীর হোসেন আলম, আল আমিন ভূইয়া, জহিরুল ইসলাম প্রমুখ।