যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার পক্ষ থেকে উপজেলার ১১টি ইউনিয়নের দরিদ্র পরিবারের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (২৯শে মার্চ) বিকাল ৩ঘটিকার সময় উপজেলার জমিয়ত অফিসে শাখা সহসভাপতি হা. আব্দুল ফাত্তাহ -এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা আল মাসুদ শাহিনের পরিচালনায় উপহার সামগ্রীগুলো বিতরণ সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন উপজেলা জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খান। আরও বক্তব্য প্রদান করেন শাখা সহসভাপতি হা. মাওলানা দিলাওয়ার হোসাইন, ছাত্রনেতা রেজাউল করিম।
বক্তারা বলেন জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গসংগঠন যুব জমিয়ত সর্বদা দেশ এবং মানুষের সেবা করে যায়। মানুষের সুখেদুখে তাদের পাশে দাঁড়ায়। আজ এরই ধারাবাহিকতায় আগত পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়ত উপজেলার ১১ইউনিয়নের দরিদ্র পরিবারের মধ্যে ঈদ সামগ্রী উপহার দিচ্ছে। যুব জমিয়ত চায় প্রত্যেক মানুষের ঈদ আনন্দে কাটুক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা মনজুরুল হাসান, সহসাধারণ সম্পাদক কামরুল হক, সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ আমানি, শ্রম বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ প্রমুখ।