সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মিত হওয়া সিনেমা ‘গাঙচিল’র শুটিংয়ে ফিরেছেন জনপ্রিয় জুটি ফেরদৌস ও পূর্ণিমা। সবশেষ গত জানুয়ারিতে তারা এই সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন।
আজ মঙ্গলবার ও আগামীকাল রাজধানীতে ফেরদৌস ও পূর্ণিমার শুটিং চলবে।
তাদের একসঙ্গে শুটিংয়ে ফেরার বিষয়টি সংবাদ মাধ্যমকে গতকাল রাতে জানিয়েছেন অভিনেতা ফেরদৌস। তিনি বলেন, ‘নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত “গাঙচিল”র শুটিং অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা মহামারির কারণে তা হয়নি। আশা করছি, এবার শুটিং শেষ করতে পারব।’
‘গাঙচিল’-এ ফেরদৌস অভিনয় করছেন সাংবাদিকের ভূমিকায়। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলাম। অনেক সাংবাদিক আমার ভালো বন্ধু। কাজেই এ রকম একটি চরিত্রে কাজ করা আমার জীবনে একটি বড় ঘটনা।’
পূর্ণিমা বলেন, ‘এই সিনেমায় এনজিও-কর্মীর ভূমিকায় অভিনয় করছি। গল্পটা চমৎকার। এ জন্যেই দীর্ঘ বিরতির পর সিনেমাটির মাধ্যমে নতুন করে কাজে ফিরেছিলাম।’
পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘ঢাকায় ২ দিন শুটিং করব। বাকি ২ দিন শুটিং হবে ঢাকার বাইরে।’
সিনেমাটির শুটিংয়ে দীর্ঘ সময় লাগার কারণ সম্পর্কে পরিচালক বলেন, ‘২০১৯ সালের ফেব্রুয়ারিতে এর শুটিং করতে গিয়ে বাইক অ্যাকসিডেন্ট করেছিলেন ফেরদৌস ও পূর্ণিমা। সে সময় শুটিং শেষ না করেই পুরো ইউনিটকে ঢাকায় ফিরতে হয়েছিল।’
‘এ ছাড়া গত জানুয়ারিতে আবার শুটিং শুরু করেছিলাম। কিন্তু, সে সময় পূর্ণিমা ও অভিনেতা আনিসুর রহমান মিলন অসুস্থ হয়ে পড়ায় তা শেষ হয়নি। করোনার লকডাউন তো ছিলই।
‘গাঙচিল’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন ভারতের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
২০১৮ সালের সেপ্টেম্বরে সিনেমাটির মহরত হয়েছিল।