Crime News tv 24
ঢাকারবিবার , ৩০ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ও সিপিসি-২, র‍্যাব-১, উত্তরা, ঢাকার যৌথ অভিযানে ডিএমপি ঢাকার বিমান বন্দর থানা এলাকা হতে হত্যা মামলার আসামী গ্রেফতার-০১

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
মার্চ ৩০, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ও সিপিসি-২, র‍্যাব-১, উত্তরা, ঢাকার যৌথ অভিযানে ডিএমপি ঢাকার তুরাগ থানা এলাকা হতে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার অপহৃত ভিকটিম উদ্ধার এবং অপহরণকারী দলের ১ নং আসামী গ্রেফতার

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা এলাকার বাসিন্দা ভিকটিমের পিতা জানান যে, তার মেয়েকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে বিবাদী মোঃ বিপ্লব মিয়া (১৮) উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার তারিখ গত ২৬ জানুয়ারি ২০২৫ খ্রি. সকাল অনুমান ০৯.৩০ ঘটিকায় ভিকটিম বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সুহেল ব্রিজ সংলগ্ন ঈশ্বরগঞ্জ টু তারুন্দিয়াগামী পাকা রাস্তার উপর থেকে বিবাদী মোঃ বিপ্লব মিয়া (১৮) সহ অন্যান্য বিবাদীরা ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫, তারিখঃ ১২/০২/২০২৫ খ্রি., ধারাঃ ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) । ঘটনার পর র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ গোয়েন্দা নজরদারী শুরু করে এবং অপহৃত ভিকটিম ও অপহরণকারীদের গ্রেফতারের লক্ষে কার্যক্রম গ্রহণ করে।
এরই প্রেক্ষিতে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এবং সিপিসি-২, র‌্যাব-১, উত্তরা, ঢাকার একটি যৌথ আভিযানিক দল ২৮ মার্চ শুক্রবার . রাত্রী অনুমান ২০.১৫ ঘটিকায় ডিএমপি ঢাকার তুরাগ থানাধীন বাউনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারী মোঃ বিপ্লব মিয়া (১৮), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-পুম্বাইল, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিম‘কে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।