ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নসু মিয়া (৪৫) নামে একজন অটো রিস্কাচালক রিস্কা সারাইয়ের কাজ করতে বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিকভাবে মারা গেছেন ।
জানা গেছে শুক্রবার(২৮ মার্চ)সকালে আনুমানিক ৮টার দিকে প্রতিদিনের মতো শ্রীঘর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত সাজু মিয়ার ছেলে নসু মিয়া নিজের ব্যটারী চালিত অটোরিক্সা নিয়ে জীবিকা উপার্জনের জন্য আসে নাসিরনগর উপজেলা সদরে। সকালে রিক্সার ভাঙা ১টি অংশ ঝালাইয়ের জন্য যায় সদরের চিশতীয়া মার্কেটের দেবু সরকারের মালিকানাধীন উজ্জল সাইকেল ষ্টোরে । নসু মিয়া নিজ হাতে ধরে কোথায় ঝালাই করতে হবে দেখিয়ে দিতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে মাটিতে । প্রত্যক্ষদর্শীরা জানায় নসুকে বাচাতে এসে দেবুও ছিটকে পড়েছে বিদ্যুত স্পৃষ্ট হয়ে । সাথে সাথেই নসুকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বন্ধ পাওয়া যায় দেবুর দোকান। দেবুর বড় ভাই সুব্রত সরকার জানান, দেবুকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মনবাড়িয়া নেয়া হয়েছে।