পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ডোনারদের মনোনীত ৫৭ জন কোরআনে হাফেজদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করে ইসলামি পাঠাগার নামে একটি অরাজনৈতিক , অলাভজনক সামাজিক ও ধার্মিক প্রতিষ্ঠান। এ সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ , বিশিষ্ট ব্যবসায়ী , সমাজ সেবক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি পেশাদার মানুষ উপস্থিত থেকে এ ব্যতিক্রমী আয়োজন কে স্বাগত জানান। প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব মো রুহুল আমিন সাহেব বলেন এ সংগঠন মানুষের কল্যাণে কাজ করে আপনারা এখানে সহযোগিতা করে প্রান্তিক মানুষের কল্যাণে পাশে থাকবেন এবং ইসলামি পাঠাগারকে আরও আধুনিকায়ন করার পরামর্শ দেন পাঠাগার পরিচালকদের। সংবর্ধিত হাফেজ মো রফিকুল ইসলাম কবির সাহেব বলেন ৫২ বছর কুরআনের খেদমত করে আসছি এমন সুন্দর ভাবে আমাদেরকে সম্মান জানিয়ে সংবর্ধনা দেয় নাই , আজকে ইসলামি পাঠাগার সংবর্ধিত করলো, আমরা সকলে ইসলামি পাঠাগারের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া করি। ইসলামি পাঠাগারের পরিচালক বলেন প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ,সমাজ সেবক ও ইসলামি পাঠাগারের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কুরআনের হাফেজদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান ২০২৫ ইং আল্লাহর সন্তষ্টি অর্জন ও হাফেজদের সম্মানিত করার জন্যই স্বল্প সময়ে ইসলামি পাঠাগার এ আয়োজন করে। এ আয়োজনে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা , দোয়া ও ভালোবাসা জানান , বিশেষ করে প্রবাসীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশাদার মানুষ উপস্থিত ছিলেন। আপনাদের সত্য জানার সুবিধার্থে জানানো ভালো যে কিছু অতি আবেগী লোকজন ইসলামি পাঠাগারের আয়োজন ও প্রধান অতিথি কে বিতর্কিত করার জন্য বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন , সে বিষয়ে সজাগ থেকে সত্য যাচাই করে ইসলামি পাঠাগারের ভালো কাজের পাশে থেকে সহযোগিতা করা উচিত।
বক্তারা আরও বলেন ডৌয়াতলাতে ভালো কাজের প্রতিযোগিতার থেকে কিছু সুবিধাবাদী মহল প্রতিহিংসায় লিপ্ত হন , এদের কে প্রতিহিংসা নয়, ভালো কাজে প্রতিযোগিতা করার আহবান জানান । সংবর্ধিত হাফেজদের নেতৃত্বে দোয়া মোনাজাতের মাধ্যমে হাফেজ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান ২০২৫ ইং সমাপ্তি ঘোষণা করেন ইসলামি পাঠাগারের পরিচালক মো ইসমাইল হোসেন মামুন।