শিক্ষার্থীর অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম এর পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ ৩০ মার্চ ২০২৫ এক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা মো: জিয়াউল কবির দুলু বলেন, এক মাস সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর সমাগত। জাতি আজ এমন এক সময়ে ঈদ উদযাপন করছে যখন দেশ ছাত্র জনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে উৎখাত করে অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে মুক্ত পরিবেশে ও শান্তিতে দিনাতিপাত করছে। ঈদুল ফিতর ধনী গরীব সব শ্রেণির মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া,সৌভ্রাতৃত্ব,সাম্য, ঐক্য ও ভালবাসার এক মহা সেতু বন্ধন তৈরি করে হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজগঠনে অবহেলিত, বন্জিত,নির্যাতিত -নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে এসে একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেয়ার শিক্ষা দেয়। তিনি( বাংলাদেশ ও প্যালেস্টাইন রনাঙনের এই অকুতোভয় কমান্ডো) দেশের শিক্ষার্থী- অভিভাবকদের এবং নিজের পক্ষ থেকে ছাত্র শিক্ষক অভিভাবক তথা দেশবাসীর অব্যাহত সুখ শান্তি সমৃদ্ধি কল্যাণ ও নিরাপদ জীবন কামনা করেন। মহান আল্লাহ সকলের সহায় হউন। আমিন।।